উত্তরদিনাজপুর

জনতার বিক্ষোভের মুখে পরে বেধরক মার খেলেন এস.ডি.ও

নির্বাচন চলা কালিন এক প্রিসাইডিং অফিসারের নিখোঁজ হওয়ার পর তার ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন ভোট কর্মী থেকে আম জনতা। প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের ভোট নিতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ ও মৃত্যুর ঘটনার বিচার চেয়ে অন্যান্য ভোটকর্মী থেকে সাধারন মানুষ রায়গঞ্জের ঘড়ি মোড় এলাকায় পথ অবরোধ শুরু করেন। ঘটনার খবর পেয়ে হাজির হন রায়গঞ্জের মহকুমা শাসক টি এন শেরপা। তিনি কথা বলতে চান ভোট কর্মীদের সাথে। কিন্তু এই ঘটনায় বেশ উত্তেজিত হয়ে পড়েন কয়েকশো ভোট কর্মী থেকে আম জনতা। তারা নির্বাচনে যুক্ত আধিকারিকদের নিরাপত্তার দাবী তুলতে শুরু করেন। এই নিয়ে পরিস্থিতি বেশ উত্তেজিত হয়ে পড়ে। যার ফলে রায়গঞ্জে ভোটকর্মীদের হাতে মার খেতে হয় রায়গঞ্জের মহকুমা শাসক টি.এন. শেরপাকে। অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফনিংয়ের সামনেই এসডিওকে নিগৃহিত হতে হয়। বিক্ষোভকারীদের দাবি, ওই প্রিসাইডিং অফিসারকে বুথ থেকে অপহরণ করে নিয়ে গিয়ে খুন করা হল কেন তার জবাব দিতে হবে। 

এই ঘটনায় টি.এন.শেরপা বলেন তিনি বিক্ষোভ কারীদের সঙ্গে তিনি কথা বলতে আসেন। তিনি তাদের সঙ্গে কথা বলতে চান বলে দাবি করেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/oHRW690O-JY